বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে তহসীলদার ও পিয়নের মধ্যে কিল ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৫-৬নং তহসিল অফিসে এ ঘটনা ঘটে। বিলম্বে অফিসে আসার জেরে অফিসে তহসিলদার সাদ আহমেদ, অফিস সহায়ক আলী আখতার ও অশ্চিন্ত কুমার দাশ তুমুল মারামারিতে লিপ্ত হন।
তহসিলদার সাদ আহমেদ এর দাবি, অফিস সহায়ক আলী আখতার ও অশ্চিন্ত কুমার দাশ নিয়মকানুনের তোয়াক্কা করেন না। মনগড়াভাবে অফিসে আসেন। অন্যান্য দিনের মতো গতকালও তারা দুজন বেলা সাড়ে ১১টার দিকে অফিসে আসেন। হাজিরা খাতায় দুজনের অ্যাবসেন্ট দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। ঘটনাটি মোবাইলফোনে ইউএনও মামুন খন্দকার ও এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জীকে জানিয়েছি।
অফিস সহায়ক আলী আখতার এর দাবি, অফিস সহায়ক অশ্চিন্ত কুমার দাশকে একটি স্টেটমেন্ট দিয়ে এসিল্যান্ড অফিসে পাঠান সহকারি তহসিলদার রাজিব। এদিকে তহসিলদার সাদ আহমেদ অফিসে এসে অশ্চিন্ত কুমার দাশকে দেখতে পাননি। এসিল্যান্ড অফিসে স্ট্রেটমেন্ট জমা দিয়ে অফিসে এলে অশ্চিন্ত কুমার দাশ।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী বলেন, লিখিত পেলে তাদের ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।