স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের উদ্যোগকে বাস্তবায়ন করতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে দ্রুত সেবা প্রার্থী জনগনকে সর্বোত্তম সেবা প্রদান করতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা কালেক্টরেট ক্লাবের আয়োজিত ৩ জন কর্মচারীর অবসরজনিত বিদায় সংর্বধনা তিনি উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবদাল করিম।
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত রানা আরডিসি, কর্মচারীদের পক্ষে বক্তর্য রাখেন ট্রেজারী হিসাব রক্ষক নজির হোসেন, জেলা নাজির আবদুল কুদ্দুছ, অফিস সহকারী, নূরুল হোসেন, জারীকারক ছুরত আলী তরফদার ডিএমও আবদুর রহিম প্রমুখ। সভার শুরুতে অফিস সহকারী মোঃ ইব্রাহিম আলী পরিত্র কোরআন থেকে সুরা পাঠ করেন এবং সিএ শ্রীকান্ত দেবনাথ পবিত্র গীতা পাঠ করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী উচ্চ মান সহকারী নব কুমার চক্রবর্তী, উচ্চ মান সহকারী চন্দ্র কিশোর ভৌমিক ও জারীকারক শওকত আলীকে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক এর মাধ্যমে জেলা কালেক্টরেট ক্লাব কর্তৃক ক্রেষ্ট ও স্মৃতি উপহার প্রদান করা হয়।