প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ এলাকায় শিরীন আক্তার সোনিয়ার প্রতিষ্ঠিত বিনামূল্যে মায়ের মমতা কোচিং সেন্টার ও জহুরা খাতুন পাঠাগারে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজানের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স, পানির ফ্লাক্স ও কলম বিতরণ করা হয়। গতকাল রবিবার বিকেলে মাহমুদাবাদ এলাকার বিশিষ্ট মুরুব্বি সুরুজ মিয়ার সভাপতিত্বে এবং (অবঃ) সার্জেন্ট ফারুক মিয়ার পরিচালিত সভায় প্রধান অতিথি সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান বলেন, সোনিয়া হবিগঞ্জ জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি তাঁর পাশে থাকব এবং প্রতিষ্ঠানের জন্য যতটি বসার ডেক্স লাগবে আমি দিয়ে দিব। তাছাড়া যদি কোন ছাত্র-ছাত্রী অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি তার দায়িত্ব নেব। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদার হোসেন, বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হক, শেখ ইউনুস আলী, মানবাধিকার কর্মী শাহ জালাল উদ্দিন জুয়েল, জহুরা খাতুন, শেখ ওসমান গনি রুমি, শিক্ষক এস আর ইমন, শিক্ষিকা শষী সরকার, দিপা সরকার, নুরুন্নাহার আক্তার, শিউলি আক্তার, মুক্তি বেগম, লিপি আক্তার, তন্নী সরকার, রিয়া আক্তার, মাসুদা আক্তার, মোহনা সরকার প্রমূখ। প্রতিষ্ঠানটি যাত্রাকালে মাত্র ৩২ জন শিক্ষার্থী নিয়ে শুরু করলেও বর্তমানে ৮০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে সোনিয়া আক্তার পাঠদান করাচ্ছেন। উক্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান টিফিন বক্স, পানির ফ্লাক্স ও কলম বিতরণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।