প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান সময়ে দেশের বিকাশমান শিল্প হল এলপিজি গ্যাস। প্রতিনিয়ত এর চাহিদা ও প্রসার ঘটছে। গ্রাহকদের কম খরছে কিভাবে বেশী সেবা দেয়া যায় তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। ফলে এলপিজি সেক্টরে এখন নেতৃত্ব দিচ্ছে ওমেরা।
গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী ব্যবসায়ী সম্মেলনে এই তথ্য জানানো হয়। হবিগঞ্জের পরিবেশক মেসার্স রহমান এলায়েন্স এই সম্মেলনের আয়োজন করে। ওমেরা পেট্রোলিয়াম এর এরিয়া ম্যানেজার আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। অনুষ্ঠানে র্যাফেল ড্রতে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল ব্যবসায়ীকে উপহার প্রদান করা হয়। জেলার ১৬০ জন খুচরা বিক্রেতা এই সম্মেলনে অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জের পরিবেশক মেসার্স রহমান এলায়েন্স এর স্বত্বাধিকারী মোছাব্বির আহমেদ ছাব্বির।