স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ কোম্পানিতে বিদুু্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক মৃত্যু পথযাত্রী। গতকাল রবিবার এ ঘটনাটি ঘটে।
তারা হলেন, অলিপুর এলাকার মোশাররফ হোসেনের পুত্র ওই কোম্পানির শ্রমিক আলাউদ্দিন (৩০), মনসুর মিয়ার পুত্র আব্দুর রশিদ (৩৫) ও ফুরুক মিয়ার পুত্র মোশাররফ হোসেন (৩২)।
স্থানীয়রা জানায়, গতকাল ওই সময় কোম্পানির ভেতরে তারা কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারা শরীর জলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।