স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদকে বিভিন্ন কারণে অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে। গতকাল বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর নূর, কয়েছ মিয়া, নিরদেন্দু বিকাশ ধর, আব্দুল হাই, ডাঃ সুশীল দাশ রায়, সিরাজুল ইসলাম, সফি মিয়া, জাকির হোসেন, দুলাল চন্দ্র সরকার, সোহেল চৌধুরী, বেনু ভূষণ দত্ত, আমিরুল ইসলাম চৌধুরী, ফরিদ আহমেদ, আকাবর মিয়া, রাম কৃষ্ণ চক্রবর্তী, মঈনুল ইসলাম, আনোয়ার মিয়া, এরশাদুল হক চৌধুরী, সুন্দর মিয়া, আব্দুল মতিন, দরছ মিয়া, আলতাব হোসেন, ফুল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ দীর্ঘদিন দলীয় কার্যক্রমে অনুপস্থিতি থাকায় দলের অনেক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে সাংগঠনিক পর্যালোচনা শেষে ফরহাদ আহমেদকে অব্যাহতি দেয়ার প্রস্তাব গৃহিত হয়। এক পর্যায়ে ফরহাদ আহমেদকে অব্যাহতি পত্রে সভায় উপস্থিত ২৭ জন নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।
এতে সাধারণ সম্পাদকের পদটি শুন্য হলে দলের বৃত্তি মজবুত করার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সাংগঠনিকভাবে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ পরিষদ দায়িত্ব অর্পন করে।
সেই সাথে জাতীয় নির্বাচনে নিজ নিজ ভোট কেন্দ্রের অধীনে সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে ভোট কেন্দ্র কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।