নবীগঞ্জ সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সন্নিকটে ট্রাক চাপায় রিকশার যাত্রী তরাজ মিয়া (৪৬) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরাজ মিয়ার কন্যা ইমা আক্তার ও রিক্সা চলক জমির উল্লাহ। আহতদের মধ্যে স্কুল ছাত্রী ইমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও রিক্সা চালক জমির উল্লা (৫৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এঘটনা ঘটে। তরাজ মিয়া সদরাবাদ গ্রামের মৃত ওয়াকিব উল্লার পুত্র ও নিহত তরাজ মিয়ার কন্যা শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ইমা আক্তার (১৪)। ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ এসময় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামের তরাজ মিয়া গতকাল সকালে স্থানীয় বালিকা নামক স্থান থেকে একটি রিক্সা যোগে মহাসড়ক দিয়ে শেরপুর যাওয়ার পথিমধ্যে মহাসড়কের মজলিশপুর নামক স্থানে যাওয়া মাত্র সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক টাঙ্গাইল (ট-১১-০০৯২) রিক্সাকে পেছনের দিকে দ্রুত গতিতে চাপা দিলে রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। এতে রিক্সার যাত্রী তরাজ মিয়া ও তাঁর মেয়ে স্কুলছাত্রী ইমা আক্তার সহ রিক্সাচালক গুরুতর আহত হন। তাদেরকে তাৎক্ষনিক স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ উদ্ধার করে মৌলভী বাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তরাজ মিয়া মৃত্যুর হয়। গুরুতর আহত রিক্সাচালক জমির উল্লাকে সেখান থেকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।