স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ করিম আখন্জী তাপস ও এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী উপর হামলা ঘটনায় জড়িত জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত ১০টায় লাখাই থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন এসআই বাশার এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় অ্যাডভোকেট মাসুদ করিম আখজী তাপস বাদী হয়ে লাখাই থানা একটি পরিকল্পিত হত্যা চেষ্ঠা মামলা করেন। মামলায় ভাদিকারা গ্রামের আব্দুল মান্নান প্রকাশ শক্কদর মিয়ার ছেলে খায়রুল ইসলাম হিরু (৩৫) একই গ্রামের অহিদ মিয়া ছেলে জুয়েল মিয়া (৩৫)। এর প্রেক্ষিতেই জুয়েল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে লাখাই থানা ওসি মোহাম্মদ এমরান হোসেন আইনজীবি ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় জুয়েল মিয়া নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী খায়রুল ইসলাম হিরুকে গ্রেফতারের জন্য পুলিশের অব্যাহত অভিযান চলছে।