স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর উদ্যোগে হবিগঞ্জে দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গতকাল সকাল ১০ টার দিকে এ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালা শেষে বেলা ৩ টার দিকে কর্মশালায় অংশগ্রহণকারীদের সদনপত্র বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর মহাসচিব খায়রুজ্জামান কামাল।
সংগঠনের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী হাফিজুর রহমান নিয়নের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, প্রশিক্ষনার্থী সিদ্দিকী হারুন। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে তাদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।