আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ট্রেনের ধাক্কায় আল-আমিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত বেনু মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আল-আমিন ঢাকা-সিলেট রেল সেকশনের শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকায় রেললাইন ক্রস করার সময় চট্রগ্রামগামী পাহাড়িকা ট্রেনের সঙ্গে ধাক্কা লেড়ে ঘটনাস্থলেই মারা যান। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।