মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্মা মল্লিকা দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান চকদার, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ডিজিএম (কারিগরি) রেজাউল করিম, এজিএম (কম) সজীব পাল, পরিচালক জাকিয়া আক্তার, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।