স্টাফ রিপোর্টার ॥ রতœগর্ভা মা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র অফিসার বানিয়াচংয়ের শতমুখা গ্রামের বাসিন্দা মরহুম শাহ আবিদুর রহমানের স্ত্রী সামছুন্নাহার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিলেটের আল রাইয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল বুধবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মসজিদে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সামছুন্নাহার চৌধুরী মৃত্যুকালে ৫ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার ৫ মেয়ের সকলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে ৪ জন কলেজের শিক্ষক এবং একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।