স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় শহরের শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, নাজমুল হোসেন বাচ্চু, সোহেল এ চৌধুরী, আরিফে রাব্বানী টিটু, শাহ রাজীব আহমেদ রিংগন, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, সাইদুর রহমান কুটি, এজেডএম ইকবাল, তৌফিকুল ইসলাম রুবেল, কামাল হোসেন, হাজী মালেক, শাহ আঙ্গুর আলী, ফরিদ মিয়া, রেহান মেম্বার, অলিউর রহমান, এডভোকেট সালেহ উদ্দিন হেলাল, আলী হোসেন সোহাগ, কুতুব আলী, মোস্তফা মিয়া, শাহীন মিয়া, নজরুল ইসলাম কাওছার, সাইদুর রহমান শামীম, নজরুল ইসলাম, মালেক শাহ, বাদল মিয়া, রুবেল মিয়া, সাদ্দাম হোসেন, সাদেকুর রহমান লিটন, আমিনুল ইসলাম আখঞ্জী, মকসুদ মিয়া, জুয়েল রানা, কাওছার আহমে প্রমুখ।