বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

শহরে গৌরাঙ্গ লাল দাশ হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাশ চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামী আজমল (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। গতকাল ভোরে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শন মোহাম্মদ ফরিদুল ইসলাম বি-বাড়ীয়া দক্ষিণ পৈরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে বি-বাড়য়া জেলার দক্ষিণ পৈরতলার মুসা মিয়ার পুত্র।
হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন এলাকার ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীর হত্যাকান্ডে জড়িত আসামী তারা মিয়া ওরপে তারু কবিরাজ ও আজিম হোসেন সোহাগের দেয়া তথ্য অনুযায়ী আজমলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড সংলগ্ন সুমা ষ্টোরের মালিক গৌরাঙ্গ লাল দাস চৌধুরী গত ২৬ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে মোবাইলে কথা বলতে বলতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাহির হয়। কিন্তু এক ঘন্টা অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় দোকান কর্মচারী লিটন বিষয়টি তার ভাইকে জানায়। তার ভাই গৌরাঙ্গ লাল দাশ চৌধুরীর মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোন বন্ধ পান।
এ ব্যাপারে গত ২৭ জুলাই হবিগঞ্জ সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। পরে ২৮ জুলাই শনিবার চুনারুঘাট বাগবাড়ী নিকট গৌরাঙ্গ লাল দাসের হাতে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে এ বিষয়ে তার ভাই রাজ গোপাল দাস চৌধুরী বাদী হইয়া অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় প্রথমে নিহত গৌরাঙ্গ লাল দাশের পাশের ব্যবসায়ী আজিম হোসেন সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে তারা মিয়াকে গ্রেফতার করা হয় এবং তারা মিয়া ও ওরফে তারু কবিরাজ এর স্বীকারোক্তির ভিত্তিতে আজমলকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com