নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাক আটক করে চাঁদাবাজীর অভিযোগ উঠছে। সুত্র জানায়, গত তিন ধরে ঢাকা-সিলেট মহা সড়কে চলাচলকারী কতিপয় ট্রাক চালক টোল ফাকি দিতে রুস্তমপুর টোল প্লাজাকে এড়িয়ে যাবার জন্য আউশকান্দি থেকে নবীগঞ্জ শহর হয়ে হবিগঞ্জ শহর দিয়ে শায়েস্তাগঞ্জ বা নসরতপুর দিয়ে মহাসড়কে উঠে। এ সুযোগে একদল লোক চাঁদাবাজীতে লিপ্ত হয়। এরা ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করে। এতে অনেক সময় শহরে যানজটের সৃষ্টি হয়। গতকাল জুয়েল ম্যানশনের সামনে ট্রাক আটকিয়ে চাঁদা আদায় করে কতেক যুবক। এ সময় যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, চাঁদা আদায়কারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এ নিয়ে সামাজিক যোগাযোগ ফেইসবুকেও লেখালেখি হয়েছে।