আজিজুল ইসলাম সজীব ॥ নবীগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-নবীগঞ্জ উপজেলার মৃত হোসেন আলী পুত্র রহমত আলী (৪০), একই উপজেলার বড় সাকুয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী শিউলী বেগম (৩০), একই উপজেলার বাদামপুর গ্রামের সুন্দর উল্লার পুত্র মোঃ আফজল মিয়া (৩০)।
মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ তৌহিদ বিন হাসানের কার্যায়েল হাজির করা হলে তিনি রহমত আলীকে ১৮ মাস, শিউলী বেগমকে ৬ মাস ও আফজল মিয়াকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।