বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এলআর হাইস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও মামুন খন্দকার। উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপে উপজেলার ১৫টি ইউনিয়ন অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে দৌলতপুর ইউনিয়নকে হারিয়েছে উত্তর-পশ্চিম ইউনিয়ন। রেফারি ছিলেন আবদুর রউফ মাস্টার। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন এসিল্যান্ড সাব্বির আহমদ আকুঞ্জি, ওসি মোজাম্মেল হক, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, ইউপি চেয়ারম্যান ওয়ারশি উদ্দিন খান, হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন, রেখাছ মিয়া, লুৎফুর রহমান, প্রাক্তণ প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, শিক্ষক জাকির হুসেন প্রমূখ।