বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী “বাহুবল পাবলিক লাইব্রেরি”র দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ৪ সেপ্টেম্বর দুপুরে কেক কাটা ও শোভা যাত্রার মাধ্যমে এ পূর্তি উৎসব পালন করা হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও বাহুবল পাবলিক লাইব্রেরির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরির উপদেষ্টা ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।
পাবলিক লাইব্রেরির ২৪ বছর পূর্তিতে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরির সকল স্তরের সদস্যসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও জণসাধারন।