প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সভা গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় শেরপুর বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাওয়ারুল হকের পরিচালনায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী সমছুল আলম, উপজেলা জাতীয় স্বেচ্চাসেবক পার্টির সহ-সভাপতি সপিকুর রহমান চৌধুরী, পৌর জাতীয় স্বেচ্চাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পার্টি নেতা শুকুর মিয়া, নজির মিয়া, অলিউর রহমান, মুহিবুর রহমান, ওয়াহিদ মিয়া, কদম আলী, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, সাজ্জাদ মিয়া, মিছবাহ উদ্দিন, রুমান মিয়া, মোস্তফা মিয়া প্রমূখ। কর্মী সম্মেলনে ছয়ফুল আলমকে সভাপতি, জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।