নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মকার হাওরে মাছ ধরতে গিয়ে কুফুর মিয়া (৫০) নামে এক ব্যক্তি সাপের কামড়ে আহতহয়েছেন। আহত কুফুর মিয়া সোনাপুর গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাল্লাজগন্নাথ পুরের সোনাপুর গ্রামের তয়া মিয়ার ছেলে কফুর মিয়া গতকাল রবিবার বিকেলে মকার হাওরে মাছ ধরতে যান। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষাক্রান্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।