শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে দূর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদক হবিগঞ্জ এবং জেনারেল এম এ রব গবেষণা পরিষদ। ভোর ৬টায় একই স্থানে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন। সকাল সাড়ে ৮টায় জালাল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারিরীক কসরত। কুচকাওয়াজে ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশের আর আই আবুল কাশেম ও ফিল্ড টু আই সি’র দায়িত্ব পালন করেন এক্স ক্যাডেট আব্দুল হালীম। কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার, স্কাউট, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সততা সংঘসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের ৫৫টি দল অংশ নেয়। সকাল সাড়ে ১০টায় কুচকাওয়াজ উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। এছাড়া হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য। পুরষ্কার বিতরণ শেষে সকাল ১১টায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতে জালাল ষ্টেডিয়ামে উপস্থিত হয় কয়েক হাজার ছাত্র, শিক্ষক ও জনতা। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়া জেলা ও দায়রা জজ মাহবুবুল ইসলাম, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছসহ অতিথিগন উপস্থিত ছিলেন। দুপুরে জেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় নিমতলায় স্বাধীনতা যুদ্ধের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com