স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলসহ ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নালুয়া চা বাগানের গেইটের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। সূত্র জানায়, উপজেলার চিমটিবিল বিওপির টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির ধাওয়ায় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল ফেলে গাঁজা ফেলে পালিয়ে যায়। বিজিবি কমান্ডার নায়েক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।