স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙ্গালী জাতির অবিসংবাধিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আলমগীর চৌধুরী বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে সপরিবারে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করেছিল। হাজার বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়। পর্বতসম সাহস আর সাগরের মতো হৃদয়ের অধিকারী শেখ মুজিবুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে বাঙালিকে ঔপনিবেশিক পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। গত শুক্রবার দুপুরে নবীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে মহিলা আওয়ামী লীগ উপজেলার শাখার সভাপতি দিলার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি এড. সুলতান মাহমুদ ভাই, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোঃ বশির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী মেহেরুন নেছা চৌধুরী মজু। এতে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সহ-সভাপতি নাজরিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফুলন দাশ, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, ৩নং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।