শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ॥ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙ্গালী জাতির অবিসংবাধিত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আলমগীর চৌধুরী বলেছেন, মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে সপরিবারে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করেছিল। হাজার বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়। পর্বতসম সাহস আর সাগরের মতো হৃদয়ের অধিকারী শেখ মুজিবুর রহমান জীবনের ঝুঁকি নিয়ে বাঙালিকে ঔপনিবেশিক পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। গত শুক্রবার দুপুরে নবীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে মহিলা আওয়ামী লীগ উপজেলার শাখার সভাপতি দিলার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন এর সভাপতি এড. সুলতান মাহমুদ ভাই, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোঃ বশির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী মেহেরুন নেছা চৌধুরী মজু। এতে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সহ-সভাপতি নাজরিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফুলন দাশ, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, ৩নং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com