স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাগুনী পাড়া গ্রাম থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কলেজ ছাত্রসহ এক যুবতীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র রিনা আক্তার (২০) ও লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ইছাক মিয়া (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক যবতী কান্দুরা ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। গত শুক্রবার দিবাগত রাতে তাদের আত্মীয় বাগুনী পাড়া গ্রামের আব্দুল্লাহর বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পেরে তাদের ধরতে উৎপতে থাকে। গভীর রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই আবু নাঈম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায়া নিয়ে আসে। এদিকে, যুবক যুবতী জানায়, তারা একে অপরকে ভালোবাসে। তাই রাত হয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের মধ্যে কোন খারাফ উদ্দেশ্য ছিল না। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে গত শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।