স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দলের শায়েস্তানগরস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, গোলাম মোস্তফা রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, গীরেন্দ্র চন্দ্র রায়, জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডঃ মুদ্দত আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, সফিকুর রহমান সিতু, আমিনুল ইসলাম বাবুল, এমদাদুল হক ইমরান, জিল্লুর রহমান, রুবেল আহমেদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, সোহেল এ চৌধুরী, আব্দুল মোহাইমিন চৌধুরী ফুয়াদ, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, আলী হোসেন সোহাগ, সাইদুর রহমান কুটি, নাদিরা খানম, সৈয়দা লাভলি সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গুম, খুন, হত্যা ও মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। দেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বিএনপিকে দেশবাসী আবারও ক্ষমতায় আনবে। আর বিএনপি ক্ষমতায় আসলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।