রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শোক সভায় এমপি আব্দুল মজিদ খান ॥ বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর হবে

  • আপডেট টাইম শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন , ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে কলঙ্কজনক রাজনীতির অধ্যায় সূচিত হয়েছিল। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে সেই কলঙ্ক মুছে ফেলা শুরু হয়েছে। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলবে। কিন্তু তাদের এই ধারণা মিথ্যা এবং ভুল প্রমাণিত হয়েছে। আজকের বাংলাদেশ এবং আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বিশ্বে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে গতকাল সন্ধায় দলীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা এখনও বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে আইনী লড়াইয়ের মধ্য দিয়ে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আরব আলী, শেখ সামছুল হক, মোঃ শরীফ উল্লাহ, এডভোকেট আলমগীর চৌধুরী। শোক সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আফিল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক এডঃ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ন কবির সৈকত, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপ দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, উপ-প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, সদস্য এডঃ সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিুটু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, মহিলা শ্রমিকলীগ সভাপতি রেবা চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাবেক ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলান আমিনুল হক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবর্গসহ ১৯৭৫ সালে নির্মম হত্যাকান্ডের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com