স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃংঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেছে কেন্দ্রীয় বিএনপি।
গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন আপনাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি/বহিষ্কার করা হবে না তা আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
হবিগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।