স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেলের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা ১৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৬২ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যারাতে শহরের পুরাতন পাসপোর্টের পার্শ্ববর্তী বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মোস্তফা কামাল আজাদ রাসেল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে- থানার পার্শ্ববর্তী এলাকায় এই চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ছাত্রলীগের সাবেক সভাপতি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার রাতে বাসা তালাবদ্ধ করে তার পরিবারের সবাই গ্রামের বাড়ি ইকরামে যান। এই সুযোগে বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টার মধ্যে কে বা কারা বাসার জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে উল্লেখিত পরিমাণ মালামাল নিয়ে যায়। ঈদের পরের দিন রাত সাড়ে ৮টায় তার মা বাসায় আসেন। এ সময় চুরির বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে অজ্ঞাত আসামী রেখে মামলা দায়ের করা হয়েছে। চুরির সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।