স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ বশীর আহমেদ এর পক্ষে গতকাল দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল বানিয়াচং উপজেলার ইকরাম, সুজাতপুর ও বানিয়াচং বড়বাজারে শেখ বশীরের ঘোড়া প্রতীকের পক্ষে গনসংযোগ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশীদ এমরান, সাংগঠনিক সম্পাদক এড. এনামুল হক সেলিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য নজরুল ইসলাম মিজান, জেলা তাঁতীদলের আহ্বায়ক এড. কামরুল হাসান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আছকির মিয়া ছামদু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, মোঃ আব্দুল কাইয়ূম, বানিয়াচং থানা স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, যুগ্ম আহ্বায়ক মোঃ ছামিউল বাছিত, জেলা যুবদল নেতা আবুল কালাম চৌধুরী, এস এম মানিক, ছাত্রদল নেতা তোফাজ্জুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।