প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার এসএসসি-২০০১ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো হবিগঞ্জ জেলার ২০০১ ব্যাচ এর বন্ধুদের সমন্বয়ে এ পুনর্মিলনী মিলনমেলা আয়োজন করা হয়। গত শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জাঁকজমকভাবে এ পুনর্মিলনীতে স্কুল ও কলেজের শত শত কৈশোরের বন্ধুরা দেড় যুগ পর একে অন্যের সাথে মেলবন্ধনে আবদ্ধ হয়। পুরনো বন্ধুদের সাথে একে অন্যের সাক্ষাৎ হওয়ায় স্মৃতিতে যেন সেই স্কুলের দিনগুলোর আবহ সৃষ্টি হয়। হাসি উচ্ছলতায় জেলা শিল্পকলার ইনডোর-আউটডোর যেন মিলনমেলায় পরিনত হয়। কত স্মৃতি কত আবেগের দিনগুলো এক সাথে পার করার অতীত সময়গুলো আবারও ১৮ বছর পর একে অন্যের সাথে আড্ডায় আর গানের তালে নেচে নেচে পালন করে সমবয়সী বন্ধুরা। র্যাফেল ড্র, কাপল গেইম, মেয়েদের চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা, মিউজিক চেয়ার গেইম, ক্রিকেট খেলাসহ আরও মজার মজার খেলার আয়োজনে দিনটি মনোরম এবং আনন্দদায়ক হয়ে ওঠে। পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। আগামীতে আরও বড় পরিসরে দেশে ও দেশের বাইরের বন্ধুদের নিয়ে পুনর্মিলনী করার অভিব্যক্তি প্রকাশ করেন ব্যাচ ২০০১ এর আয়োজক বন্ধুরা।