প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তোরাব আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, শফিকুল বারী আওয়াল, এডঃ সৈয়দ কামরুল ইসলাম সেলিম, আব্দুল হান্নান মাহমুদ গাজী, জিয়াউল হাসান তরফদার মাহিন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস শাকিল মোহাম্মাদ, সৈয়দ আব্দুল মালেক, রাখাল চন্দ্র চন্দ, আব্দুল হাই মাস্টার, ডাঃ আব্দুল মান্নান, আব্দুল কাইয়ুম মাহমুদ, মোঃ ছায়েদুল হক, মাস্টার গোলাম রব্বানী, মোঃ মাসুক মিয়া, এডভোকেট নওয়াক বখতিয়ার, এডভোকেট জসীম উদ্দিন, তোতা মিয়া চৌধুরী, আমিনুর রহমান দীপু, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক জিএস সাব্বির রহমান মিঠু, মোঃ ফটিক মিয়া, স্বপন দেব উজ্জ্বল, আখলাক হোসেন মানু, মোঃ কামাল উদ্দিন, গোলাম সরোয়ার জাহান লিটন, অজেয় বিক্রম শিবু, রনি চৌধুরী, সামসুর রহমান বাচ্চু, নুরুল আমিন, সৈয়দ আজিজ প্রমুখ। এতে জেলা-উপজেলা, পৌর ও ইউনিয়ন জাসদের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ৩টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সমাজ বদলের আকড়া নিয়ে যারা সংগ্রাম করে যাচ্ছেন এইসব নেতাকর্মীদের নিয়েই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।