প্রেস বিজ্ঞপ্তি ॥ যশের আব্দা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় যশের আব্দা মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। যশের আব্দা এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ শফিক উদ্দিন এর সভাপতিত্বে উক্ত টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেওয়ান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ, বিশিষ্ট ঠিকাদার মোঃ হারুন মিয়া, চুনারুঘাট পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক রোটারিয়ান মোঃ নোমান মিয়া প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, মোঃ হায়দর মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ ইমরান মিয়া, সাংবাদিক মহসিন, প্রবাল বনিক, মোঃ আজিজুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মোঃ জয়নাল আবেদিন জয় ও গাজী জাকির হোসেন শিরুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যশের আব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম জীবন ও সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান শাহীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরানী জামে মসজিদের খতিব মুফতি আবুল বাশার আল হানাফি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সামাজিক ব্যাধি মাদক ও জঙ্গি থেকে বাচতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই সুস্থ খেলাধুলার মধ্য দিয়ে আগামির নির্ভরশীল ও সমৃদ্ধশীল জাতি গড়ে তুলতে হবে। উদ্বোধনী খেলায় সূর্যছায়া স্পোটিং ক্লাব বনাম যশের আব্দা একাদশ অংশ নিলে ফলাফল ড্র হয়। উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা রেফারি এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ আব্দুল মতিন। এ টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করবে।