নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা শরীফ নগর গ্রীনবার্ড কেজি স্কুলে গত বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
প্রধান শিক্ষক কাওছার আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি। এতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন জালাল উদ্দিন চৌধুরী, শাহ আলী আহমদ, শাহলি আহমদ, অনুপমা পাল, ফরিদা ইয়াছমিন, রুমি আক্তার, নাসরিন আক্তার, সৌরভ পাল প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।