চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে নিহত দুই চা শ্রমিক পরিবারে ১৫ হাজার টাকা এবং আহত ৪ পরিবারে চিকিৎসার জন্য ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিহত দুই পরিবারের সদস্যদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল এ টাকা তুলে দেন। একই সাথে বর্তমানে চা বাগান এবং পাহাড়ী এলাকায় ঝুকি থাকায় সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা বাগানের চা শ্রমিক মঙ্গল সাওতালের স্ত্রী বিশকা সাওতাল (২০) ও একই এলাকার খোকন মালের স্ত্রী আমুদিনি মালাসহ (২৪) ৭/৮ জন দুর্গম পাহাড়ী এলাকা চিপাটিলা নামক স্থানে মাটি কাটতে যায়। নিচের দিকে মাটি কাটার এক পর্যায়ে উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই বিমকা সাওতাল ও আমুদিনি মালা মারা যান। এ ঘটনায় আরো ৪ চা শ্রমিক আহত হয। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই পরিবার দাহ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় নিহতের পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ৪ জনের পরিবারকে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।