বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জে গভীর শ্রদ্ধার সাথে জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জজশীপ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনানী আয়ূর্বেদীক চিকিৎসকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম বার, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সফিউল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমূখ। পরে পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকাল ১০টায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও রক্তদান কর্মসূচি পালন করেন। সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৭ ঘন্টা মেডিসিন, সার্জারী, হৃদরোগ, শিশু রোগ, চর্ম ও যৌন রোগ, অর্থোপেডিক, নাম-কান-গলা, চক্ষু, দন্ত, ডায়াবেটিক, পরিবার পরিকল্পনা, গাইনী ও প্রসুতি, হোমিয়প্যাথি, আয়ূর্বেদিক বিভাগে কয়েক হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়। সকাল সাড়ে ১০টায় নিমতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ আলোচনা সবায় সভাপতিত্ব করেন।
জজশীপের উদ্যোগে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। এরপর স্ব স্ব প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। শহরের প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া মসজিদ, মন্দির, গীর্জা, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কোরআন খতমসহ বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্-নাত্ প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন সংগঠন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com