স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা মেডিকেল কলেজের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিনামূল্য রক্তদান কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।