স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট শহরের কয়েকটি স্পটে মাদক বেচা কেনা চলছে। উল্লেখযোগ্য স্পটগুলো হচ্ছে-উপজেলা কমপ্লেক্সের ভেতরে শহীদ মিনার চত্বর, সাহিত্য ও সংস্কৃতি পরিষদ চত্বর, শিশু নিকেতন কিন্ডারগার্টেন, নির্মিতব্য উপজেলা হল রুম সংলগ্ন স্থান। এসব স্পট মাদকসেবী ও বিক্রেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যা পর পরই মাদক সেবী ও বিক্রেতারা এসব স্পটে জড়ো হয়। উপজেলা কমপ্লেক্সে বসবাসরত সরকারি কর্মকর্তাগণ বিষয়টি দেখলেও ঝামেলা এড়াতে এড়িয়ে চলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কতিপয় অসাধু রাজনীতিবিদের ছত্রছায়ায় মাদক বিক্রেতারা অনেকটা প্রকাশ্যেই ফেনসিডিল, হেরোইন, গাজা ও ইয়াবা বিক্রি করছে। এসব মাদকের সহজলভ্যতার কারণে দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এতে করে বিভিন্ন ধরণের অপরাধের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।