স্টাফ রিপোর্টার ॥ বাহুবল আঞ্চলিক সড়কের এক্সচেইঞ্জ অফিসের নিকট থেকে আজ্ঞাত নামা এক ব্যক্তি (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে বাহুবল থানার এসআই অলক কুমার রায় লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সূত্র জানায়, লাশটি ওই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।