বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় শোকদিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১ টায় পৌরসভার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল।
বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস ছালাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, ৬নং ওয়ার্ড কাউন্সির জায়েদ চৌধুরী, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-২ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, পৌর সচিব মো. আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাঁট লিপিকর সুরঞ্জিত দাশ, কর আদায়কারী আলহাজ্ব মো. ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, সার্ভেয়ার সোহাগ হোসেন, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী দীপঙ্কর সরকার, লাইসেন্স পরিদর্শক আশীষ দাশ, মো. আবু বকর, শেখ আলামীন, নিকুঞ্জ দাশ প্রমুখ।
এর আগে পৌরসভা কার্যালয় থেকে প্যানেল মেয়র-১ এটিএম সালামের নেতৃত্বে এক শোকর‌্যালী বের করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করেই ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তারা আজও জাতীর জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রা এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে ব্যাহত করতে লিপ্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com