স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আলহাজ্ব মর্তুজা ইমতিয়াজ এর মা আলতাবানু গতকাল দুপুর ১২টা ৫মিনিটে দক্ষিণ শ্যামলীস্থ নিজবাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও মরহুমার ছেলে মর্তুজা ইমতিয়াজ। জানাজা শেষে তাকে কামড়াপুর কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আর টিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, সিনিয়র রিপোর্টার মোঃ কাউছার আহমেদ, স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, আজিজুল ইসলাম সজিব। দৈনিক খোয়াই পরিবারের শোক, সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন দৈনিক খোয়াই’র সম্পাদক শামীম আহছান, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, বার্তা সম্পাদক মঈন উদ্দিন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সেক্রেটারী তানবিরুল হাসান শ্যামল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, এশিয়ান টিভির প্রতিনিধি এসএম সুরুজ আলী, ফোকাস বাংলার প্রতিনিধি রনু বিশ্বাস, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি নূরুল হক কবির। নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।