প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদীক চিকিৎসকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। পরে ইউনানী চিকিৎসকলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা শাখার সভাপতি হাকীম মোঃ হাবিুবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিকিৎসক এস এম আজমান মিয়ার পরিচালানায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি হাকীম মোঃ জহুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক তাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক চিকিৎসক মাওঃ ফকরুল ইসলাম খান, আইন সম্পাদক উত্তম কুমার মোদক, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার, সদস্য হাকীম মোঃ জালাল উদ্দিন, মোঃ আরব আলী, মোঃ আলামত মিয়া, মোঃ মোশাহীদ আলী, মোঃ হারিছ মিয়া, মোঃ শাহ আলম, মোছাঃ নুরুন্নাহার মায়া, মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ রুজিনা আক্তার, মোছাঃ শেফালী আক্তার, মোছাঃ রুবিনা আক্তার, মোছাঃ ছয়েদা আক্তার, মোছাঃ রিয়া আক্তার, মোছাঃ জেসমিন আক্তার, মোছাঃ নুরুন্নাহার বেগম, মোছাঃ আওলিয়া আক্তার প্রমূখ। আলোচনা সভার পর এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলায় গিয়ে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের অনুষ্টানে যোগদান করে।