স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে এসএম টেলিকম এন্ড কম্পিউটার দোকান। দোকানের মালিক হলেন, মিরপুরের মনিরুল ইসলাম। তার ভাই রুহুল আমীন থাকেন সৌদি আরবে। ওই দোকানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে একদল চোর চুরি করর উদ্দেশ্যে দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকার চেষ্টা করে। সিসি ক্যামেরার মাধ্যমে সৌদি আরব থেকে ঘটনাটি দেখতে পান রুহুল আমীন। তাৎক্ষণিক তিনি বাড়িতে টেলিফোনে ঘটনাটি জানান। সাথে সাথে মনিরুল ইসলাম লোকজন নিয়ে দোকানে ছুটে যান এবং হাতেনাতে এক মহিলাসহ চোরকে আটক করতে সক্ষম হন। আটকৃতরা হলেন, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের শামসুদ্দিনের ছেলে রমজান আলী (২৫), মিরপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের সিএনজি চালক আরব আলী (২৫), একই গ্রামের রুবেল মিয়া (৩৫) ও তার স্ত্রী তহুরা বেগম (৩০)। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে দোকান মালিক মনিরুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানে এর আগে ৩বার চুরি হয়েছে। এর পর দোকানে লাগানো হয় সিসি ক্যামেরা। আর ইন্টারনেটের মাধ্যমে সৌদী থেকে তার ভাই রুহুল আমীন সিসি ক্যামেরার মাধ্যমে রাতে দোকানটি পর্যবেক্ষণ করেন। ঘটনার সময় তিনি সৌদিতে বসে সিসি ক্যামেরায় দোকানের উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করতে দেখেন। পরে তিনি সৌদি আরব থেকে ফোন করে দোকানে চোর প্রবেশ করেছে বিষয়টি জানান। এ সময় তার পরিবারের লোকজন স্থানীয়দের সাথে নিয়ে দোকানে গিয়ে এক নারীসহ ৪ চোরকে হাতে নাতে আটক করা হয়।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।