স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে মানুসিক প্রতিবন্ধি অজ্ঞাতনামা এক শিশুকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামস্থান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রে জানায়, গতকাল রাতের কোন এক সময় অজ্ঞাতনামা কোন গাড়ী ওই শিশুটিকে ধাক্কায় দেয়। এতে সে গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিল অফিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিলের লিডার মামুনের নেতৃত্বে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।