স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পারভেজ (২৩), রাজিব (১৫), রাকিব (১৩), রিমি (১০), জামাল মিয়া (২৯), ছোরাব আলী (২৫), নিলমন বেগম (৪০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানায়, বাড়ীতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে মর্তুজ আলী ও জামাল মিয়ার মধ্যে দীর্ঘ যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে লিপ্ত হয়।