লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে গতকাল বৃহস্পতিবার সকালে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী গণসচেতনতা মুলক সমাবেশ অনুষ্টিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হুসেন, ওসি তদন্ত অজয় চন্দ্র দেব, বামৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ। রাজিব আচার্য্যরে পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক জাসিমা আক্তার, তাপস রায়, মজিবুল হাসান, কলেজ ছাত্রী রতœা আক্তার, সালমান মোল্লা প্রমুখ। প্রধান অতিথি ছাত্র/ছত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যৎ। লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এক দিন তোমরাই এই দেশ পরিচালনায় অংশ গ্রহণ করবে। ভাল কাজে অংশ গ্রহণ করো আর মন্দ কাজ পরিহার করো।