বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল স্নানঘাট ইউনিয়নে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে স্নানঘাট ইউপি অফিস থেকে বাঘদাইর বাজার ৪ কিঃ মিঃ পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন, বাহুবল মডেল থানার ইনচার্জ মাসুক আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, সহ-সভাপতি মখছুদ আলী মেম্বার, আমিনুল ইসলাম চৌধুরী ফারুক, জেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ এমদাদুর রহমান সবুজ, মাসুক আহমেদ, জালাল মিয়া, আব্দুল করিম, দুদু মিয়া, শেখ ফারুক আহমেদ, আব্দুল হাই, হেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, আব্দুল হাই দেলাওর হোসেন দুলাল, ফজলে এলাহী লুলু, তবারক আলী প্রমূখ।