বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা, শৃংখলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার লিফলেট বিতরণ এবং অবৈধ যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাগানবাড়ী এলাকায় পুলিশ চেকপোস্টে সিনিয়র সহকারি পুলিশ সুপার বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে বাহুবল মডেল থানা ও বাহুবল ট্রাফিক জোনের পুলিশ যানবাহন চালকদের হাতে শৃংখলা ও জনচেতনতা বৃদ্ধি মূলক প্রচার লিফলেট বিতরণ এবং মহাসড়কে চলাচলরত যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। দিনব্যাপী এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মোছাব্বির শাহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, নির্বাহী সদস্য সামিউল ইসলাম প্রমুখ। ট্রাফিক সপ্তাহ পালনকে ব্যতিক্রমী করে তুলতে ছিল ভিন্ন কিছু আয়োজন। মহাসড়কে বিভিন্ন যানবাহন চালকদের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকায় তাদের হাতে ফুল তুলে দিয়ে ট্রাফিক নিয়ম মানতে উৎসাহিত করা হয়। এমনকি ট্রাফিক আইন অম্যান্যকারী ৪০টি অবৈধ যানবাহনকে আটক করে মামলাও দেয়া হয়।