স্টাফ রিপোর্টার ॥ সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রশাসনেরই অংশ। দেশ সেবার মনোবৃত্তি নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করলে সরকারের অনেক সহযোগিতা হয়। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের ত্যাগের মানসিকতা নিয়ে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বলেন জনগণ আপনাদেরকে তাদের অভিভাবক নির্বাচিত করেছে। তাই জনগনের পবিত্র ভোটের যেন অমর্যাদা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি গতকাল বিকেলে প্রথম দুই দফায় হবিগঞ্জের নির্বাচিত তিন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর পূর্বে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। জেলার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে যারা শপথ গ্রহণ করেণ তারা হলেন, মাধবপুর উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, বাহুবল উপজেলার চেয়ারম্যান আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ শিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম এবং চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
হবিগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দিলীপ কুমার বনিকের পরিচালনায় শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক গৌতম কুমার ঘোষ, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, এডিএম সুলতান আলম, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ ফেব্র“য়ারী মাধবপুর ও বাহুবল এবং ২৭ ফেব্র“য়ারী চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।