স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৬ চেয়ারম্যান ও ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফজলুল হক চৌধুরী সেলিমের (ঘোড়া), আবদুল হাই (আনারস), মুজিবুর রহমান (টেলিফোন), আবদুস শহীদ সাহিদ মিয়া (কাপ-প্লেইট), মঈনুল আমিন বুলবুল (ক্যাপ), মাসুদ আহমদ জিহাদী (মোটর সাইকেল) ও মিজানুর রহমান চৌধুরী শামীম (হেলিকপ্টার)। ভাইস চেয়ারম্যান পদে শাহ গোলাম মোর্শেদ (জাহাজ), রফিক মিয়া (বাল্ব), রঞ্জু দেব (তালা), মাওলানা শাহ আলম (উড়োজাহাজ), রায়েছ চৌধুরী (মাইক), শাহ কামাল আহমদ (টিয়া পাখি) ও বশির আহমদ চৌধুরী (চশমা)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা আখতারের (কলস)। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাসিব চৌধুরী (টেলিফোন) এবং ভাইস চেয়ারম্যান পদে নুরুল আমীন ওসমান (উড়োজাহাজ)।
লাখাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এম আখতার আহাদ চৌধুরী স্বপন (চিংড়ী মাছ), সালেহ উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ), রফিক আহমেদ (হেলিকপ্টার), তাজুল ইসলাম মোল্লা (মোটর সাইকেল), ওয়াহিদুজ্জামান আগা মিয়া (আনারস), মাওলানা আঃ কদ্দুস (টুপি), অমরেন্দ্র লাল রায় (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক ভূইয়াঁ সুমন (চশমা)। আজমিরীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার (তালা) ও হিরেন্দ্র পুরকায়স্থ (মাইক)।