স্টাফ রিপোর্টার ॥ নিরপদ সড়কের দাবীতে গতকাল রবিবারও স্কুলের শিক্ষার্থীরা হবিগঞ্জের সড়কে গাড়ির কাগজ পত্র তল্লাসী ও নিয়ম মেনে চলার জন্য ড্রাইভারদের অনুরোধ জানিয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত শহরের থানার মোড় এলাকায় তারা তল্লাসী চালায়। এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেল ও গাড়ির কাগজপত্র না থাকায় ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয় তারা।